এম.আর.মিলন (ব্যুরো প্রধান চট্টগ্রাম)
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আওতাধীন বায়তুশ শরফ মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী রেজা রানার পিতা দন্ত চিকিৎসক মোঃ কোরবান আলী কে ৫ ই এপ্রিল বন্দর নগরীর চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানাধীন পশ্চিম ফিরোজশাহ এলাকায় নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সেই সাথে এই চাঞ্চল্যকর হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান ও আলী রেজা রানার পরিবার কে নিরাপত্তা প্রদান নিশ্চিত করার দাবী জানিয়ে প্রতিবাদ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।