আলোচিত নায়িকা পরীমণি এখন স্কুল বালিকা


বিনোদন ডেস্ক:
এফডিসিতে ঢুকেই হঠাৎ করে চোখ আটকে গেল। কারণ রাস্তা দিয়ে সাইকেল ঠেলতে ঠেলতে একটি স্কুলপড়–য়া মেয়ে হেঁটে যাচ্ছে। দূর থেকে চেনা চেনা লাগছিল। কাছে গিয়ে দেখা গেল বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। মূলত ২৩ আগস্ট সকাল থেকে এফডিসির ক্যান্টিনের সামনের রাস্তায় রকিবুল ইসলাম রকি পরিচালিত ‘নগর মাস্তান’ চলচ্চিত্রের শ্যুটিং চলছিল। এই ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন পরীমণি। তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাহরিয়াজ। ছবিটি প্রসঙ্গে পরীমণি বলেন, ‘শনিবার থেকেই নতুন এই ছবিটির শ্যুটিং শুরু করেছি। এখানে আমাকে প্রথমে স্কুলপড়–য়া মেয়ের চরিত্রে দেখা যাবে। যে প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে যায়।’ গত ২১ আগস্ট দুপুরে এফডিসিতে ‘নগর মাস্তান’ ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এই ছবিটি শ্যুটিং চলবে টানা দশ দিন। এছাড়া ছবিতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রাফজান জানি ও তিতান চৌধুরীসহ অনেকে।

Comments (0)
Add Comment