“আল্লাহর হুকুম প্রতিষ্ঠাই সঙ্কট নিরসনে কার্যকরী সমাধান”

নিজস্ব প্রতিনিধি:
পাবনায় হেযবুত তওহীদের এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় পাবনার নূরজাহান কনভেনশন সেন্টারে “চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই” শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে হেযবুত তওহীদের পাবনা জেলা শাখা।

হেযবুত তওহীদের পাবনা জেলা সভাপতি মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দীন বলেন, “লা ইলাহা ইল্লাল্লাহ- অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা, বিধানদাতা নেই- তওহীদের এই ঘোষণাই হতে পারে মুসলিমদের ঐক্য ও মুক্তির মূলমন্ত্র। এই এক ঘোষণার উপর পুরো মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই আল্লাহর সাহায্য আসবে। হেযবুত তওহীদের এই ঐক্যের আহ্বান, ইসলামের এই বাস্তবিক শিক্ষা আজ বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, “আমরা ব্রিটিশ ঔপনিবেশিক আইন দ্বারা পরিচালিত হচ্ছি যা ইসলামেরও হাজার বছর পুরোনো। অথচ অনেকে কোরআনের বিধানকে ১৪০০ বছরের পুরোনো বলে অচল মনে।”

তিনি বলেন, মানব জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য যুগে যুগে বিভিন্ন মানবরচিত তন্ত্র-মন্ত্র প্রয়োগ করা হলেও তা কখনোই স্থায়ী সমাধান দিতে পারেনি। বরং দিন দিন সমাজে অন্যায়, অশান্তি ও নৈরাজ্য বেড়েই চলেছে। একমাত্র আল্লাহর দেওয়া বিধানই মানুষকে

প্রকৃত শান্তির পথে নিয়ে যেতে পারে। তিনি আল্লাহর বিধানকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি বলেন, চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার স্বরূপ একমাত্র হেযবুত তওহীদই জাতির সামনে তুলে ধরেছে। একমাত্র আল্লাহর হুকুম প্রতিষ্ঠাই সকল সঙ্কট নিরসনে কার্যকরী সমাধান।– বলেন হেযবুত তওহীদের এই নেতা।

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার মাধ্যমে মানবজাতির মুক্তির লক্ষ্যে কাজ করছে হেযবুত তাওহীদ। এই কাজ যেমন পবিত্র তেমনি কঠিন। তিনি প্রতিটি সদস্যকে আরও বেশি মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এবং চরিত্রবান হতে হবে। রসুল (সা.) সাহাবীদের নিয়ে যেমন একটি বিপ্লব সাধন করেছিলেন তেমনি আরেকটি বিপ্লব ঘটাতে হবে। যার অঙ্গীকার হবে আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা।

হেযবুত তওহীদের পাবনা জেলা সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান মিলন, মো. জোসেফ উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মো. মোতালেব খান, পাবনা জেলা নারী বিষয়ক সম্পাদক নূর আসমা মিথিলা প্রমুখ।

অনুষ্ঠানে কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। তারা আরও বেশি মানবতার কল্যাণে নিবেদিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Comments (0)
Add Comment