আল-আমিনের বোলিং পরীক্ষা


স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ থেকে জাতীয় ক্রিকেট দল ঢাকা ফিরবে শনিবার। ঢাকায় ফিরে ১০ ক্রিকেটার এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু করবেন। কিন্তু মাঠের বাইরে থাকতে হচ্ছে পেসার আল-আমিন হোসেনকে। ঝিনাইদহের এই পেসারের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ তুলেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রথম টেস্টের পর আইসিসি কর্মকর্তারা আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে পরীক্ষার মুখোমুখি হতে হবে অভিযুক্তকে। এরই ধারাবাহিকতায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ১ অক্টোবর ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবেন আল-আমিন হোসেন। জানা গেছে, শনিবার দেশে ফিরে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে বোলিং অ্যাকশন নিয়ে কিছুদিন কাজ করবেন তরুণ এই পেসার। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডের সেরা বোলার ছিলেন আল-আমিন। ৩ ম্যাচে ১০ উইকেট নেন তিনি। হন সিরিজ সেরা। এর আগে স্পিনার সোহাগ গাজীর বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনে আইসিসি। কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ল্যাবে আজ গাজীর বোলিং অ্যাকশন পরীক্ষা হবার কথা রয়েছে।

Comments (0)
Add Comment