আসাদুজ্জামান নুরকে চিঠি লিখলেন গায়ক আসিফ


রঙ্গমঞ্চ ডেস্ক:
বাংলাদেশে আগমনকারী বিদেশী শিল্পীদের বাণিজ্যিক অনুষ্ঠানের ওপর কর কমানো বা অভিন্ন করারোপ প্রস্তাবটি দিয়েছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। গত ২৫ আগস্ট নুরের পক্ষ থেকে বিদেশী শিল্পীদের সর্বোচ্চ কর আরোপের এই খসড়া প্রস্তাবটি অর্থমন্ত্রীর কাছে পাঠানো হয়। আজ ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন গায়ক আসিফ আকবর। পাঠকদের জন্য সেই চিঠি হুবহু তুলে ধরা হলো।
প্রিয় নুর ভাই, সালাম।
বাংলাদেশে বাংলাদেশী শিল্পীদের রমরমা ভাব তো দূরের কথা, অস্তিত্বের সঙ্কট চলছে। আপনার প্রস্তাবটি হৃদয়ে রক্তক্ষরণের মতই শিল্পীদের ব্যথিত করেছে। এদেশে ভারতীয় সিনেমা, টিভি সব চলছে, মেনেও নিয়েছি, মানতে হবে। প্রায় ছয় বছর গান গাইতে পারছিনা, তাও মেনেছি। ভারত সরকার আমাকে দশ বছর ভিসা দেয়না, এটাও মেনে নিয়েছি। একজন জীবন্ত

Comments (0)
Add Comment