বেড়া প্রতিনিধি, পাবনা:
পাবনার বেড়ায় আসামি ধরতে গিয়ে এলাকাবাসী ও আসামির স্বজনদের কাছে বেড়া থানার সাত পুলিশ সদস্য আহত হওয়া ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গত রবিবার (১মার্চ) তিন মহিলাসহ আটজনকে গ্রেফতার করেছে বেড়া মডেল থানা পুলিশ।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১০ সালে বেড়া পৌর এলাকার সান্যাল পাড়া মহল্লার আব্দুর রশিদের ছেলে রুহুল আমিন (৪০) এর বিরুদ্ধে বেড়া মডেল থানায় একটি ডাকাতি চেষ্টার মামলা হয়। রুহুল আমিন আদালতে হাজিরা না দিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকে। ফলে তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ঘোষণা করেন। ২৮শে ফেব্র“য়ারি শনিবার বেড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বেড়া থানার এ এস আই মুনসুরের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে ধরতে তার বাসায় যায়। এসময় রুহুলের স্বজন ও কিছু এলাকাবাসী পুলিশকে বাধা দেয় এবং তাদের উপর হামলা করে। এতে এএসআই মুনসুর, শামিম, আব্দুর রহমান, রফিকুল ইসলাম, মনি, নজরুল ইসলাম, মালেক তৈয়বসহ সাত পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় গত শনিবার রাতে বেড়া মডেল থানায় পুলিশের কাজে বাধা প্রদান ও আহত করায় ৪০ জন নামীয় ও অজ্ঞাত ১০ জনের নামে একটি মামলা হয়।
পুলিশ সান্যালপাড়া মহল্লায় অভিযান চালিয়ে জাহানবাবু (৩৮), লাল মিয়া (৩৮), বুলবুলি খাতুন (৩৩), আব্দুল কাদের, আলেয়া খাতুন (৩৩) সুখচাঁদ (২২) হিরা খাতুন (৩০), রফিক (২৮) কে গ্রেফতার করে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত আটজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।