ইউরোপের বর্ষসেরা ক্লাবের বিশ্বের সব থেকে ধনী রিয়াল


স্পোর্টস ডেস্ক:
ইউরোপের বর্ষসেরা ক্লাবের পুরস্কার পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইউরোপীয়ান ক্লাব অব অ্যাসোসিয়েশন (ইসিএ) স্প্যানিস জায়ান্টদের এ পুরস্কারে ভূষিত করেছে। গত মৌসুমে রিয়াল জিতেছিল কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। অসাধারণ একটি মৌসুম কাটানোর জন্য ইসিএ তাদের এ পুরস্কারের জন্য মনোনিত করেছে। জেনেভায় একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রিয়ালের প্রেসিডেন্ট প্রেদ্রো পেরেজের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। তার সঙ্গে ছিলেন ক্লাবের ডিরেক্টর ইমিলো। শুধু মাঠের পারফর্মই না, মাঠের বাইরে তাদের সামাজিক দায়বদ্ধতা, ক্লাবের বেতন-ভাতা ইত্যাদি দিক দিয়েও রিয়ালকে বর্ষসেরা ক্লাব হিসেবে মনোনিত করা হয়। কিছুদিন আগে ইউরোপীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল বিশ্বের সব থেকে ধনী ক্লাব রিয়াল। একটানা দশম বারের মতো এ খেতাব পেয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো, জেমস রদ্রিগেজ, গ্যারেথ বেলদের ক্লাবটি। সেসময় ক্লাবের সভাপতি জানিয়েছিলেন, গত বছরের তুলনায় তাদের আয় এবং মুনাফা দুটোই বেড়েছে। এবারের লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল কর্দোভার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে। তবে, পরের ম্যাচে রিয়াল সোসিয়াদেদের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরে বসে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

Comments (0)
Add Comment