ইনজুরির কারণে ছিটকে পড়লেন জ¬াতান ইব্রাহিমোভিচ


স্পোর্টস ডেস্ক:
ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়লেন প্যারিস সেইন্ট জার্মেইনের গোল মেশিন জ¬াতান ইব্রাহিমোভিচ। পিএসজি থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। শঙ্কা জেগেছে থিয়াগো সিলভা, মোত্তাদের নিয়েও। সুইডেনের ৩১ বছর বয়সী এ তারকা ফুটবলার লিগ ওয়ানের ম্যাচে বাস্তিয়ার বিপক্ষে খেলতে নেমে পেটে ব্যাথা পান। দারুনভাবে মৌসুম শুরু করা ইব্রা সে ম্যাচে মাঠ ছেড়ে উঠে গেলেও ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। পরের পাঁচটি ম্যাচ খেলতে পারবেন না ইব্রাহিমোভিচ, এমন খবরে পিএসজি এবার মোটামুটি বেকায়দায় পড়েছে। ক্লাব থেকে জানানো হয়, ইব্রা তার পাঁজরের ব্যাথায় কিছুদিনের জন্য খেলতে পারবেন না। তাকে হয়তো ছয় সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হতে পারে। লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা এ মৌসুমে যে বিপদে পড়েছে, তা বোঝা যায় দলের প্রধান ভরসা তারকাসব ফুটবলারদের ইনজুরি আক্রান্ত হওয়ার খবরে। কিছুদিন আগে আঘাত পেয়েছেন ব্রাজিলের তারকা থিয়াগো সিলভা। আর সর্বশেষ ম্যাচে থিয়েগো মোত্তাকে প্রতিপক্ষের খেলোয়াড় নাকে আঘাত করায়, তার খেলা নিয়েও শঙ্কায় পড়েছে পিএসজি।

Comments (0)
Add Comment