ইরাকের নবগঠিত সরকারকে অভিনন্দন মুনের

সোমবার সকালে ইরাকি পার্লামেন্টের অধিবেশনে পরবর্তী চার বছর ইরাক শাসন করার জন্য নতুন সরকারকে বৈধতা দেয়া হয়।

এ সরকারকে স্বাগত জানিয়ে বান বলেন, “ইরাকের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তির জন্য এটি একটি অনুকূল পদক্ষেপ।”

এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র বলেছেন, “ইরাকে বহু গোষ্ঠির প্রতিনিধিত্বকারী একটি নতুন সরকার গঠিত হওয়ার আজকের ঘোষণাকে মহাসচিব স্বাগত জানিয়েছেন। হায়দার আল আবাদি ইরাকের প্রধানমন্ত্রী নিশ্চিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তিনি।”

“ইরাক ও ওই অঞ্চলের জন্য এই সঙ্কটময় মূহুর্তে, ইরাকের প্রতিনিধি কাউন্সিলের আজকের এই সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তির জন্য একটি অনুকূল পদক্ষেপ।”

রাজনৈতিক বিরোধের কারণে নতুন ইরাকি সরকারের নিরাপত্তা বিষয়ক দুই গুরুত্বপূর্ণ সদস্য প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদে নিয়োগ দেয়া এখনো বাকী আছে। এই দুই মন্ত্রীর নাম ঘোষণার জন্য আরো এক সপ্তাহ সময় ছেয়েছেন আবাদি।

Comments (0)
Add Comment