ইয়েমেনে হাদির অনুগত বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় দুটি শহরে শনিবার নির্বাসিত প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদির অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান। ইয়মেনের দক্ষিণাঞ্চলীয় এডেন নগরীর উত্তরে তালেহ শহরে উভয়পক্ষের সংঘর্ষে হাদির অনুগত চার যোদ্ধা ও ছয় হুতি বিদ্রোহী প্রাণ হারিয়েছে। এছাড়া অতর্কিত হামলায় নিহত হয়েছে আরো আট বিদ্রোহী। এদিকে পূর্বাঞ্চলীয় লোদারে মিলিশিয়া বাহিনীর রকেট চালিত গ্রেনেড হামলায় আরো নয় বিদ্রোহী প্রাণ হারিয়েছে। একজন সরকারি কর্মকর্তা এ কথা জানান। উল্লেখ্য,  ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধ এবং অভ্যন্তরীণ কোন্দলে এখন পর্যন্ত ৫৫০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শুক্রবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। এদিকে ইয়েমেনে সামরিক অভিযান বন্ধের ঘোষণার পর ইরান-সমর্থিত হুতি ও সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত বাহিনীর বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব। গত বৃহস্পতিবার ২০টি বিমান হামলা করে সৌদি। পরের দিন শুক্রবার আরো ১০টি হামলা চালানো হয়। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলাকে  সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ। তবে এতে করে দেশটিতে সহিংসতা নতুন রূপ পেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

 

Comments (0)
Add Comment