প্রতিবেশী মনিরুজ্জামান জানান, শাহনেওয়াজ আমেরিকান অ্যাম্বাসির মেইনটেন্যাস্ট ইঞ্জিনিয়ার। সকালে তার স্ত্রী সুমাইয়া বেগম রান্না করতে যান। হঠাৎ গ্যাসপাইপ বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়। আগুনে একই পরিবারের ৫ জন গুরুতর দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।