উ. কোরিয়ার পরমাণু পরীক্ষা ‘আত্মঘাতী’ কাজ: দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হেই শুক্রবার উত্তর কোরিয়ার সর্বশেষ পরমাণু পরীক্ষার নিন্দা জানিয়েছেন। তিনি এই পরীক্ষাকে উত্তর কোরিয়ার জন্য ‘আত্মঘাতী’ কর্মকান্ড হিসেবে অভিহিত করেছেন।
পার্ক বলেন, এই পরীক্ষার ফলে আন্তর্জাতিক সম্প্রদায় হতে উত্তর কোরিয়ার বিচ্ছিন্ন অবস্থার আরো অবনতি হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র। শুক্রবার সকালে উত্তর কোরিয়া পঞ্চম পরমাণু পরীক্ষা চালিয়েছে।
পার্ক এক বিবৃতিতে উত্তর কোরিয়ার এই পরমাণু পরীক্ষাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘পরমাণু পরীক্ষার মাধ্যমে কিম জং-উন সরকার আরো অবরোধ ও বিচ্ছিন্নতা ছাড়া আর কিছুই পাবে না এবং এ ধরনের উস্কানিমূলক আচরণ দেশটির আত্মঘাতীর পথকে আরো প্রশস্ত করবে।’
উত্তর কোরিয়ার সর্বশেষ এই পরমাণু পরীক্ষাকে দেশটির সবচেয়ে শক্তিশালী পরীক্ষা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

Comments (0)
Add Comment