স্পোর্টস করেসপন্ডেন্ট:
লাথি, ঘুষি অত:পর লাল কার্ড। পরে অবশ্য নিজের কৃতকর্মের জন্য টুইটারে মাফও চেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমে শোনা গিয়েছিল তিন ম্যাচ, কিন্তু না, স্প্যানিশ গণমাধ্যমের খবর ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ উইঙ্গার। ঘটনাটি গত শনিবারের। লা লিগায় কর্ডোভার বিরুদ্ধে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ৮৩ মিনিটে গোল না পাওয়ার হতাশায় এক পর্যায়ে কর্ডোভার ডিফেন্ডার এদিমারকে লাথি ও ঘুষি মেরেছিলেন রোনালদো। তৎক্ষনাত রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে বের করে দেন মাঠ থেকে। পরে বিষয়টি নিয়ে অবশ্য অনুতপ্ত হয়েছেন রোনালদো। নিজেই টুইটারে লিখেছেন, ‘আমি সবার কাছে ক্ষমা চাইছি, বিশেষত এদিমারের কাছে। সেটা আমার হঠকারী সিদ্ধান্তের জন্য।’ আবার যাকে লাথি মেরেছিল রোনালদো, সেইএদিমার রোনালদোর পক্ষেই কথা বলেছিলেন। রোনালদো নিষিদ্ধ হন, তা তিনি চাননা। স্প্যানিশ পত্রিকা এএসকে দেয়া এক সাক্ষাৎকারে কর্ডোভা ডিফেন্ডার বলেছিলেন, ‘আমি ক্ষমা করে দিয়েছি রোনালদোকে’। কিন্তু কোন কিছুতেই কাজ হচ্ছে না। বড় ধরনের শাস্তিই পেতে পারেন রোনালদো। স্প্যানিশ লা লিগার ডিসিপ্লিনারি কমিটি বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে কাতালান সংবাদপত্র মুন্ডো দিপোর্তিভো লিখেছে, রোনালদোর আগ্রাসী ভাব ধরা পড়লে নিষিদ্ধের মাত্রা ১২ ম্যাচ পর্যন্ত গড়াতে পারে। ঐ ম্যাচের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করছে ডিসিপ্লিনারি কমিটি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ঐ ম্যাচের রেফারি আলেজান্দ্রো হার্নান্দেজের উদ্বৃত্তি দিয়ে খবর ছেপেছে। যেখানে হার্নান্দেজ বলেছেন, ‘এদিমারকে ঘুষি মারতে তিনি দেখেন নি। তবে দেখেছেন রোনালদোর লাথি মারার দৃশ্য।’ তবে রোনালদোর কপালে কি আছে, তা বিস্তারিত জানা যাবে বুধবারই। ম্যাচ রেফারির রিপোর্টের উপরই নির্ভর করছে সব। তবে স্প্যানিশ গনমাধ্যম জোর দিয়েই বলেছে, রোনালদো বড় শাস্তিই পেতে যাচ্ছেন। তা যদি হয়, তবে তা হবে রোনালদোর ক্যারিয়ারে কলঙ্কময় এক অধ্যায়।