একমাঠে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তামিমের

একমাঠে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তামিমের

সনাৎ জয়াসুরিয়ার এক মাঠে সর্বোচ্চ রান করার রেকর্ড ভেঙে দিলেন তামিম ইকবাল। একমাঠে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তামিমের। ওয়ানডেতে কোনো একটি মাঠে সর্বোচ্চ রানের রেকর্ডটা এত দিন ছিল জয়াসুরিয়ার দখলে। কলম্বোর প্রেমাদাসায় ৭১ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ১৯ ফিফটিতে শ্রীলঙ্কান ওপেনারের রান ছিল ২ হাজার ৫১৪। শারজায় ৫৯ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ১৭ ফিফটিতে ২ হাজার ৪৬৪ রান করে দুইয়ে ছিলেন ইনজামাম-উল-হক।

দুজনের রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ ত্রিদেশীয় সিরিজেই ছিল তামিমের। রেকর্ড থেকে তিনি পিছিয়ে ছিলেন ২১০ রানে। নিজেদের প্রথম দুই ম্যাচে ১৬৮ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভাঙতে আজ দরকার ছিল ৪৩ রান। আজ ৭৬ রান করে সেই রেকর্ড তো ভেঙেছেনই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে করেছেন ছয় হাজার রানও।

এক মাঠে সর্বোচ্চ রান তোলার দিক থেকে বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন এরপর। মিরপুর স্টেডিয়ামে এ পর্যন্ত তার সংগ্রহ ২ হাজার ৩৬৯।

Comments (0)
Add Comment