২০১৪ সালে দেড় লাখ একে-৪৭ রাইফেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কোম্পানির ম্যাগাজিনে জানানো হয়েছে৷ গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একে-৪৭য়ের উৎপাদন দ্বিগুণ বেড়েছে বলেও জানানো হয়েছে৷ তুলনামূলক বিচারে দেখা যাবে, মাত্র তিন মাসে ৩১ হাজার একে-৪৭ রাইফেল উৎপাদিত হয়েছে৷গত জুলাইয়ে কালাশনিকভ সহ স্টার্ম রজার ও স্মিথ অ্যান্ড ওয়েসন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা৷এই নিষেধাজ্ঞা আরোপের পর আশ্চর্যজনকভাবে আমেরিকার বন্দুকের দোকানগুলিতে কালাশনিকভ রাইফেল বিক্রির পরিণাম অনেকগুণ বেড়ে যায়৷