এনিতম্বে আঘাতের কারণে মাঠের বাইরে পিরলো


স্পোর্টস ডেস্ক:
নিতম্বে আঘাতের কারণে সিরি এ’র প্রথম এক মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে জুভেন্টাস প্লেমেকার আন্দ্রেয়া পিরলোকে। ইতালি চ্যাম্পিয়ন দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ক্লাবের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পিরলোর এক মাস সময় লাগবে।’ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, লীগ প্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ডান নিতম্বে আঘাত পান পিরলো। এক নাগারে তিনবার সিরিএ শিরোপা জয়ের পর এ্যান্টোনিও কন্তের পরিবর্তে মাসিমিলিয়ানো আলেগ্রিকে কোচ হিসেবে নিয়োগ দেয় জুভেন্টাস। আর কন্টে ইতালি জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন। গতবারের রানার্স আপ রোমার বিপক্ষে বহুল প্রত্যাশিত ম্যাচে আগামী ৫ অক্টোবর মাঠে ফিরতে পারেন ৩৫ বছর বয়সী পিরলো। শিরোপা অক্ষুন্ন রাখার প্রত্যয় নিয়ে আজ ভেরোনাতে চিয়েভোর বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে জুভেন্টাস।

Comments (0)
Add Comment