এপার বাংলায় আবারও শুভশ্রী

যৌথ প্রযোজনার ছবি ‘অঙ্গার’ এর একটি আইটেম গানে অংশ নিবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আগামী ১০ অক্টোবর কলকাতায় আইটেম গানটির দৃশ্যায়ন করার কথা রয়েছে।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।
এর আগে শুভশ্রী দুই বাংলার যৌথ-প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ এ অভিনয় করেন। আর সেসময় বাংলাদেশে এসে দিন দুয়েকের জন্য শ্যুটিংয়েও অংশ নেন তিনি।
‘অঙ্গার’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার ওম ও বাংলাদেশের জলি। বৃহস্পতিবার থেকে বিএফডিসিতে ছবিটির শ্যুটিং শুরু হয়েছে।
ছবিটিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থী, রজতভ দত্ত, খরাজ মুখার্জী। সংগীত পরিচালনায় আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং ইমন সাহা।

বাংলাদেশেরপত্র/এডি/এস

Comments (0)
Add Comment