এবারের মৌসুমে ম্যান সিটি চ্যাস্পিয়ন


স্পোর্টস ডেস্ক:
এবারের মৌসুম দারুণভাবে শুরু করেছে গত বারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাস্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রথম ম্যাচে নিউক্যাসেলকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল তারা। আর গত রাতে আগের মৌসুমের রানার্সআপ লিভারপুলকে একরকম উড়িয়ে দিল সিটিজেনরা। এদিন অল রেডদের ৩-১ গোলে হারায় ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। মন্টেনেগ্রর ফুটবলার স্টিভেন জোভেটিচের জোড়া গোল ও সার্জিও আগুয়েরোর গোলে এ জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। খেলার প্রথমার্ধে আক্রমণ ও বল দখলে লিভারপুল এগিয়ে থাকলেও কোনো গোল করতে পারেনি। উল্টো খেলার ৪১ মিনিটে ডি বক্সের ভেতর থাকা বল বিপদমুক্ত করতে হেড দেন লিভারপুলের ডিফেন্ডার ডেজান লোভরেন। তবে লোভরেনের হেড থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি ম্যানসিটি তরুণ তারকা জোভেটিচ। প্রথমার্ধে আর কোন গোল না হলে বিরতিতে যায় দুদল। বিরতির দশ মিনিট পর গোল ব্যবধান দ্বিগুণ করেন জোভেটিচ। সামির নাসরির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। আর এর ১৪ মিনিট পর দলের হয়ে আরো একটি গোল আসে আগুয়েরোর পা থেকে। এদিন বদলি হিসেবে নেমেই গোল পান এই আর্জেন্টাইন। তার এই গোলেই বড় জয় নিশ্চিত করে সিটিজেনরা। খেলার শেষ দিকে অবশ্য একটি আÍঘাতী গোলে ব্যবধান কমায় লিভারপুল। লিভারপুলের রিকি ল্যার্ম্বাটের করা শটে পাবলো জাবালেতার পা লাগলে সেটি গোলে পরিণত হয়। এদিকে এসি মিলান থেকে লিভারপুলে যোগ দেয়া মারিও বালোতেল্লি এদিন খেলার সুযোগ পাননি। গ্যালারিতে বসেই নতুন দলের হার দেখতে হয় তাকে।

Comments (0)
Add Comment