এবারে ঈদে ‘স্ক্রু ড্রাইভার’


বিনোদন ডেস্ক:
এক মধ্যবিত্ত পরিবারের অ্যাপার্টমেন্ট কেনা নিয়ে ঘটনা শুরু। বাবা সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েছেন। স্ত্রী ছাড়াও তার পরিবারে আছে দুই মেয়ে ও এক ছেলে। ছেলে সদ্য চাকরিতে ঢুকেছে। মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে। অ্যাপার্টমেন্ট কিনতে গিয়ে এজেন্টের মাধ্যমে সস্তায় একটি ডুপ্লেক্স বাড়ি কিনে ফেলেন বাবা। কিন্তু ডুপ্লেক্স বাড়িতে ওঠা নিয়ে ঘটে বিপত্তি। এটি ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘স্ক্রু ড্রাইভার’-এর গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বাঁধন, সাবেরী আলম, লুৎফর রহমান জর্জ, আল মনসুর, আল মামুন, শবনম ফারিয়া প্রমুখ। লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করেছেন কমল চৌধুরী। ১১ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। ঈদের দিন থেকে পরবর্তী ছয় দিন প্রতিদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এশিয়ান টিভিতে প্রচার হবে ‘স্ক্রু ড্রাইভার’।

Comments (0)
Add Comment