এবার ঈদে আলমগীর ও রুনা লায়লা


রঙ্গমঞ্চ ডেস্ক:
আলমগীর-রুনা লায়লাকে বলা হয় বিনোদন অঙ্গনের ‘ড্রিম কাপল’ অর্থাৎ স্বপ্নের দ¤পতি। আলমগীর অভিনয়ে দ্যুতি ছড়িয়েছেন কয়েক দশক। রুনা লায়লার কণ্ঠের জাদুতে আজও শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে থাকে। দু’জনই দর্শক-শ্রোতার কাছে কিংবদন্তি। এই তারকা দ¤পতিকে নিয়ে তৈরি হলো ঈদের অনুষ্ঠান। নাম ‘আমাদের কিংবদন্তি’। রুনা লায়লা বলেছেন, ‘এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের ভালো লেগেছে। আমাদের আলোচনা তথ্যবহুল হয়েছে। তাৎক্ষণিক প্রশ্নে আমরা উত্তর দিয়েছি। আগে থেকে কিছু জানতাম না কি প্রশ্ন করবে। এ বিষয়টাও ভালো লেগেছে।’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপি করিম। সম্প্রতি বিএফডিসি’র ৩ নম্বর ফ্লোরে এর চিত্রায়ন হয়েছে। প্রযোজনা করেছেন রেহেনা রাহা। তিনি জানান, এবারের ঈদের পরদিন রাত ৮টা ৫০ মিনিটে বাংলাভিশনে দেখা যাবে অনুষ্ঠানটি।

Comments (0)
Add Comment