বিনোদন প্রতিবেদক:
কথা ছিল বিকেল সাড়ে ৫টা থেকে প্রবেশ পথ খুলে দেওয়া হবে। কিন্তু এর আগ থেকেই মানুষের ভিড় দেখে গেট খুলে দেওয়া হয় বিকেল ৪টায়। দীর্ঘ লাইনে নিরাপত্তার মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিরা একে একে প্রবেশ করলেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্টের গিরি শোভা মাঠে। উত্তরমুখী মঞ্চের চারপাশে চোখ জুড়ানো আলোকচ্ছটা। পাহাড় আদলে সাজানো মঞ্চ। একাধিক ক্যামেরা পরিবেষ্টিত মাঠের চারপাশ। কখন শুরু হবে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি ‘র শ্যুটিং। কখন দেখা মিলবে অনুষ্ঠানটির প্রাণ হানিফ সংকেতের। নির্ধারিত সময়ের ঠিক এক ঘণ্টা পর মঞ্চে এলেন হানিফ সংকেত,যার গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় আজকেই এই ইত্যাদি। এদিকে হানিফ সংকেত মঞ্চে এসেই স্বভাবসুলভ ভঙ্গিতে জানালেন খাগড়াছড়ি নিয়ে নিজের মনের কথা। তিনি বলেন, ‘এই অঞ্চলকে বাইরে থেকে পানিশম্যান্ট এরিয়া হিসেবে ভাবা হলেও আসলে তা নয়। এখানে না আসলেই বোঝা যাবেনা অপার সৌন্দর্যের লীলাভূমি এই পার্বত্য জেলা। তিনি দর্শকদের প্রশংসা করে বলেন, অন্য যেই জেলাগুলোতে ইত্যাদির শ্যুটিং হতো সেখানে দর্শকদের সামাল দিতে অনেক কষ্ট হতো কিন্তু এখানকার দর্শক অনেক ধৈর্য্যশীল। জানালেন কিভাবে অনুষ্ঠানটির দৃশ্য ধারণ করা হবে। ইত্যাদি অনুষ্ঠানের সত্তর ভাগ শ্যুটিং এর কাজ বাইরে শেষ করা হয়। বাকি ত্রিশ ভাগ আজ মঞ্চে করা হয়। এছাড়াও মঞ্চের আরো পর্বের শ্যুটিং আগেভাগে করা হয়েছে। অনুষ্ঠানটিকে ঘিরে খাগড়াছড়িতে ছিল উৎসবের আমেজ। তিন হাজার আসনের ব্যবস্থা থাকলেও এতে প্রায় ৫ হাজার দর্শক ছাড়িয়ে যায়। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠানটি প্রচার করা হবে বলে জানা গেছে।