বিনোদন ডেস্ক:
এবার হানি সিংয়ের পর স্টেজে আহত হলেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। আসছে ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে প্রিয়াংকা অভিনীত নতুন ছবি ‘মেরি কম’। এই ছবির চরিত্রটিকে ফুটিয়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করেছেন প্রিয়াংকা, এখনো করছেন ছবির প্রচারণার জন্য। প্রচারণার কাজেই দুই দিন আগে হাজির হয়েছিলেন ‘ঝলক দিখলা যা’ অনুষ্ঠানের টিভি সেটে। একদল মেয়েকে সঙ্গে নিয়ে সেটে প্রবেশ করার কথা তাঁর। গিয়েছেনও তাই; কিন্তু নাচের এক ফাঁকে দড়ির গিঁট ধরতে গিয়ে হঠাৎ করেই হাতফসকে যায় তার। এরপর হাত মচকে আধাঘণ্টার মতো বসে থাকেন তিনি। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কাজটি ঠিকই করেছেন পিসি। আর বলেছেন ‘মেরি কম’ নিয়ে কথা। কেউ কেউ বলছেন প্রিয়াংকার এখন মন্দ সময় যাচ্ছে। আবার কেউ বলছেন, মন্দ কেটে যাচ্ছে ভালোর অপেক্ষায়।