এবোসির মৃত্যুতে খেলা স্থগিত ঘোষণা ফেডারেশনের


স্পোর্টস ডেস্ক:
গ্যালারি থেকে দর্শকদের নিক্ষিপ্ত বস্তুর আঘাতে মারা গিয়েছেন ক্যামেরুনের ফুটবলার আলবার্ট এবোসি। তার মৃত্যুর পর আলজেরিয়ান ফুটবল ফেডারেশন লিগের সমস্ত খেলা স্থগিত করার ঘোষণা দিয়েছে। এছাড়াও তার মৃত্যুতে ফেডারেশন থেকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ২৪ বছর বয়সী এবোসি আলজেরিয়ান ফুটবল চ্যাম্পিয়নশীপের একটি ম্যাচে মাঠে নেমেছিলেন। ম্যাচে ঘরের মাঠে এবোসির দল জেএস ক্যাবিলে ২-১ গোলে হারে ইউএসএম আলজারের বিপক্ষে। দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন এবোসি। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের এ ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারিতে থাকা স্থানীয় সমর্থকদের রোষানলে পড়ে এবোসির দলের সকল খেলোয়াড়। এসময় উগ্র কিছু সমর্থক গ্যালারি থেকে ঢিল ছুঁড়ে মারতে থাকে। তাদের ছোঁড়া বস্তুতে মাথায় আঘাত পান এবোসি। তাকে হাসপাতালে নেওয়া হলে কয়েক ঘন্টা পরে সেখানে তার মৃত্যু ঘটে। এবোসি ২০১৩ সালে ক্যাবিলের হয়ে নাম লেখান। এ ক্লাবের হয়ে তিনি খেলেছেন ৩১ টি ম্যাচ, গোল করেছেন ১৭ টি। ক্যামেরুন জাতীয় ফুটবল দলের হয়ে এ ফরোয়ার্ড খেলেছেন ৬টি ম্যাচ। তার মৃত্যুর জন্য দায়ী সমর্থককে খুঁজে বের করতে আলজেরিয়ান অভ্যন্তরীন মন্ত্রণালয় ফুটবল ফেডারেশনকে আদেশ দিয়েছে। আলজেরিয়ান ফুটবল ফেডারেশন থেকে ৯৫ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়া হবে এবোসির পরিবারকে। এবোসির দল জেএস ক্যাবিলে তার সকল বেতন তার পরিবারের কাছে তুলে দেবার ঘোষণা দিয়েছে।

Comments (0)
Add Comment