এশিয়া সফরে মেসিকে পাওয়ার আশায় লুই সেগুরা


স্পোর্টস ডেস্ক:
ইনজুরির কারণে জার্মানির বিপক্ষে প্রীতিম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। এতে করে বেশ বিব্রতকর অবস্থাতেই পড়েছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর। সঙ্গে বিব্রতকর অবস্থায় পড়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ)। আর্জেন্টাইন মিডিয়াগুলো দাবি করেছে যে, জাতীয় দলে আর খেলতে চান না মেসি, যে কারণে ইনজুরির অজুহাতে আর্জেন্টিনা-জার্মানি প্রীতিম্যাচ এড়িয়ে গেছেন তিনি। কিন্তু বিষয়টিকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছে এএফএ এবং মেসির জাতীয় দলের কোচ ও সতীর্থরা। তাদের দাবি, মেসি জাতীয় দলের হয়ে খেলতে মরিয়া এবং আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে পারার বিষয়টিকে বিশেষ সম্মান হিসেবেই দেখেন। তাই মেসি সম্পর্কে যা বলা হচ্ছে, তা নিছক গুজব। এদিকে আগামী অক্টোবর মাসে এশিয়া সফর করবে আর্জেন্টিনা জাতীয় দল। এই সফরে চীনের বেইজিংয়ে ১১ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে এবং ১৫ অক্টোবর হংকংয়ের স্থানীয় একাদশের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এএফএ সভাপতি লুই সেগুরা বলেছেন, ‘এশিয়া সফরে লিওনেল মেসিকে দলে পাওয়ার আশা করছি আমরা। যদি বড় ধরনের কোনো ইনজুরি না থাকে, তাহলে এশিয়া সফরের দুটি ম্যাচেই মেসি মাঠে নামবেন।’

Comments (0)
Add Comment