স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মুশফিকুর রহিম আগামী এক বছরের জন্য ফটোগ্রাফি প্রতিষ্ঠান ওয়েডিং ডায়েরী’র ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এ প্রসঙ্গে এক বিবৃতিতে মুশফিক বলেন, ‘আমি ওয়েডিং ডায়েরীর সঙ্গে সম্পৃক্ত হয়েছি কারণ ওরাই শ্রেষ্ঠ।’ ওয়েডিং ডায়েরী’র কর্ণধার প্রীত রেজা বলেন ‘মুশফিকুর রহিম বাংলাদেশের তারুণ্য ও তরুণ প্রতিভার প্রতীক। তাকে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি।’ দেশে বিদেশে বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানের ছবি তোলার কাজ করে থাকে ফটোগ্রাফি প্রতিষ্ঠান ‘ওয়েডিং ডায়েরী’। দেশের বাইরেও বাণিজ্যিকভাবে বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার কাজ করে থাকে তারা।