কক্সবাজার : কক্সবাজারের রামু উপজেলায় পাহাড় ধসে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দুইজন। এছাড়া সেন্টমার্টিন দ্বীপে দেয়ালচাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এসব ঘটনা ঘটে। দেয়ালচাপায় নিহত মা-মেয়ের পরিচয় জানা গেছে। তারা হলেন- আয়েশা বেগম ও তার মেয়ে সাদিয়া। এছাড়া পাহাড় ধসে নিহত তিনজনের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, টানা বর্ষণে পাহাড় ধসে গেলে রামুতে তিনজন মারা যান। এ ঘটনায় এখনো দুই জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে।
অন্যদিকে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপে দেয়ালচাপায় আয়েশা বেগম ও তার মেয়ে সাদিয়ার মৃত্যু হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।