মফিজুল ইসলাম বাবুল,চাঁদপুরঃ চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্নে শহীদ স্মৃতি সরকাররি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার ১ দিনের এক পৌষ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়ছে। এ উৎসবে, মেলার স্টল প্রদর্শন করেন, কচুয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পলাখাল উচ্চ বিদ্যালয়, পালগিরী ও আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়, কোয়া কোর্ট মডেল ও ৪৮নং কচুয়া সরকারী প্রাথমীক বিদ্যালয় সহ প্রায় অর্ধ শত শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বক্তব্যে বলেছেন আমরা গ্রাম বাঙ্গালার বহুরকম নাম করনের পিঠা মেলার স্টলে প্রদর্শন করেছি এবং আশা অনুরুপ বিক্রিও হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সংলগ্নে একটি র্যালী শেষে মেলা স্থলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও পল্লী বিদ্যুতের ডি.জি.এম জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদর চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানা অফিসার ইনচার্জ এ.এস.এম ইকবাল, কচুয়া পৌর আওয়ামীলীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভ‚ইয়া প্রমুখ।