আর এ গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ডাব্বু। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সম্প্রতি পড়শী একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন।
এছাড়া পড়শী বর্তমানে চলচ্চিত্রে প্লেব্যাক আর অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ডাব্বুর সঙ্গীতায়োজনে পড়শী এর আগে শানের সঙ্গে ‘মেন্টাল’ছবির গানে কণ্ঠ দিয়েছিলেন।
বাংলাদেশেরপত্র/এডি/এস