কল্যাণপুর জঙ্গি অভিযানের তদন্ত প্রতিবেদন ৩১ অক্টোবর


রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।

এর আগে, গত জুলাই ভোরে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়িতে বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায় পুলিশ। ‘অপারেশন স্টর্ম ২৬’ নামের ওই অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। গুলিবিদ্ধ একজনকে আটক করা হয়। এছাড়া পালিয়ে যায় একজন। তারা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে জানায় পুলিশ।

ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে ১০ জনকে আসামি সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহার ঢাকা সিএমএম আদালতে পৌঁছালে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

Comments (0)
Add Comment