কাউনিয়ায় ঔষধ ব্যবসায়ীর অর্থদন্ড


কাউনিয়া প্রতিনিধিঃ
ঔষধের দাম বেশি নেয়া ও অবৈধ ঔষধ রাখার অপরাধে রংপুরের কাউনিয়া উপজেলা সদরের (বাসষ্টান্ড) দি কাউনিয়া মেডিকেল হলের মালিক শাহ্ রাজুর ৩০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (২২ মার্চ) দুপুরে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোছাঃ জেসমিন নাহার অভিযান পরিচালনা করে এ রায় দেন। এসময় তার সাথে ছিলো একদল পুলিশ।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট জানান, অতিরিক্ত মূল্য ও অবৈধ ঔষধ রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে মেডিসিন এ্যাক্ট-১৯৪০ সালের ৩৭ ধারায় তাকে এ অর্থদন্ড অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়।

এদিকে করোনা ভাইরাসের অজুহাতে উপজেলার সব হাট-বাজারের দোকানে ঔষধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হঠাৎ চড়া দামের বিপাকে বেসামাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। সম্প্রতি বাজার নিয়ন্ত্রনে এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Comments (0)
Add Comment