কাউনিয়ায় করোনায় কর্মহীন অসহায়দের পাশে পাওয়ার সংস্থা


কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে বিপাকে পড়া খেটে খাওয়া অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পাওয়ার সংস্থা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাটে পাওয়ার কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে ২’শ ৫০ জন গরীব হতদরিদ্রের মাঝে চাল, ডাল, আটা, লবন ও সাবান বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কালে স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পাওয়ার সংস্থার নির্বাহী পরিচালক কমল কুমার মিত্র, পরিচালক আয়নাল হক ও পলি রাণী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাওয়ার সংস্থার পক্ষথেকে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে এ দূর্যোগ মোকাবেলার আহবান জানানো হয়। করোনা বিপর্যয়ে দিশেহারা খেটে খাওয়া এসব অসহায় দুস্থ মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান।

Comments (0)
Add Comment