কাউনিয়ায় কাবিখা প্রকল্পের চালসহ মেম্বার আটক


কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে সরকারী চাল কালো বাজারে বিক্রী চেষ্টা করার অপরাধে আশরাফুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, সরকারী প্রায় ৩ মেঃ টন (২ হাজার ৭’শ ৯০ কেজি) চাল উক্ত ইউপি সদস্য চোরাই পথে বিক্রীর সময় উপজেলার রাজেন্দ্র বাজার এলাকায় পুষ্প’র চাতালে গুদাম ঘর থেকে আটক করে পুলিশসহ স্থানীয় জনতা। পরে সরকারী চাল কালো বাজারে বিক্রী চেষ্টা করার দায়ে উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য তালুক সাহাবাজ গ্রামের আশরাফুল ইসলামকে আটক করা হয়।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ উলফৎ আরা বেগম জানান, চাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে রয়েছে। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব সরকার জানান, উদ্ধারকৃত চাল কাবিখা প্রকল্পের।

Comments (0)
Add Comment