কাউনিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে উন্নয়ন মূলক পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের দূর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু।

উপজেলা অডিটরিয়াম হলরুমে দিনব্যাপী স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট” এর সহায়তায় উপজেলা পরিষদের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রনয়নের লক্ষ্যে, উপজেলা পরিষদের দূর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় উন্নয়ন পরিকল্পনা বিষয়ক নাগরিক সেবা সহজীকরনের জন্য বিশদভাবে আলোচনা করা হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, উপজেলার সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাউনিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক নিতাই চন্দ্র রায়,ও জহির রায়হান প্রমূখ।

Comments (0)
Add Comment