কাউনিয়ায় পাঞ্জরভাঙ্গা সঃ প্রাঃ বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

মিজান, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের সরকারী বরাদ্দ থেকে প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় পাঞ্জরভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (১২ই মার্চ) শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিদ্যালয় মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান, ইন্সট্রাকটর ইউআরসি ফারুক হোসেন মুন্সি, সহকারী প্রথমিক শিক্ষা অফিসার শরীফ আহম্মদ, মোজ্জাম্মেল হোসেন সরকার, আব্দুস সালাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আরমান আলী, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সম্পাদক অশক কুমার, প্রধান শিক্ষক আব্দুল মতিন মিঞা প্রমূখ। ভিত্তিপ্রস্তর স্থাপন কালে ভাইস চেয়ারম্যান বলেন পর্যায়ক্রমে কাউনিয়া উপজেলা ১১৪টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করা হবে।

Comments (0)
Add Comment