জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বেগম ফজিলাতুন নেসা বাপ্পীর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদকে এ তথ্য জানান। তিনি বলেন, যুদ্ধাপরাধের দায়ে মৃতুদন্ডপ্রাপ্ত কুখ্যাত আসামি কাদের মোল্লার মৃতুদণ্ড কার্যকর হওয়ার পর তার কবরের নামফলকে ‘শহীদ’ শব্দটি লেখা রয়েছে- বিষয়টি মন্ত্রণালয়ের অবগত নয়। মন্ত্রী প্রশ্নকারী সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাননীয় সংসদ সদস্য, আপনার সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি।
বাংলাদেশেরপত্র/এডি/আর