পৌর নির্বাচনে আ’লীগের মনোনিত প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর চিপ এজেন্ট হওয়ার অভিযোগ এনে কালকিনি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মীর গোলাম ফারুককে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিস্কারের বিষয়টি নিশ্চিত করতে সাংবাদিক সম্মেলন করেছে কালকিনি উপজেলা আ’লীগ। গত মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী স্বাক্ষরিত কপিতে বলাহয় মীর গোলাম ফারুক দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আ’লীগ মনোনিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় তাকে সাময়িক ভাবে দল থেকে বহিস্কার করা হয়েছে। কিন্তু তিনি তাতেও ক্ষ্যান্ত হননি। দলের মধ্যে বিশংখলা সৃষ্টি করছেন এবং অসাংগঠনিক কাজ করছেন বিধায় সাংগঠনিক ভাবে তার বিচার করার দাবী রাখে।
সাংবাদিক সম্মেলনে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, পৌর মেয়র এনায়েত হোসেন, পৌর আ’লীগের সভাপতি জি.এম দেলোয়ার হোসেন দুলাল সহ স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।