কালকিনিতে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার আঁড়িয়ালখা নদের ওপর নির্মিত খাসেরহাট সেতুর এ্যাপ্রোজ সড়ক নির্মান করতে গিয়ে বন্ধ করে দেয়া হচ্ছে খাসেরহাট-মধ্যচর সড়ক। ৩টি গ্রামের ১৫হাজার মানুষের যাতায়াতের জন্য বিকল্প সড়ক তৈরি না করে সড়কটি বন্ধ করে দেয়ার কাজ শুরু করলে বিক্ষোভে ফুঁসে ওঠে সাধারন মানুষ। তারা গত শুক্রবার বিকেলে খাসেরহাট সেতুর এ্যাপ্রোজ সড়কের সামনে সড়ক বন্ধের প্রতিবাদে এবং বিকল্প সড়কের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
বিক্ষোভকারী গ্রামবাসী করিম মৃধা, ফারুক মোল্লা, মিজান আকন, আঃ গনি খান, আঃ জব্বার হাওলাদার, সামচাল বেপারী, আসরাৎফুজ্জামান, সাহাবুদ্দিন ফকির, নাছিম, মিতু, তাসলিমা, ফিরোজ সহ ৫০/৬০জন গ্রামবাসী দাবী করে জানান, খাসেরহাট-মধ্যচর সড়ক বন্ধকরে দিলে উপজেলার বাঁশগাড়ী , মধ্যচর ও খুনেরচর গ্রামের মানুষের জেলা উপজেলা ও হাট বাজারে যাতায়াতের আর কোন বিকল্প সড়ক না থাকায় চরম দূর্ভোগে পড়তে হবে। আর অঁকেজো হয়ে পড়বে উক্ত গ্রামগুলোর ৬কিলোমিটার সড়ক। তাই খাসেরহাট-মধ্যচর সড়ক বহাল রেখে প্রয়োজনে উচু কালভার্ট নির্মান করে খাসেরহাট সেতুর এ্যাপ্রোজ সড়ক নির্মান করা হোক।

Comments (0)
Add Comment