কাশ্মিরে সেনাঘাটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক: কাশ্মিরে একটি সেনাঘাটিতে আবারো হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকালে ওই হামলায় তিনজন হামলাকারী ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৫টার দিকে এই হামলা চালানো হয়। কিন্তু সেনাসদস্যদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোনোরুপ ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।
রাশতিয়া রাইফেলস ক্যাম্পের দুটি পোস্টে গুলি করার পর সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাদের ধাওয়া করে গুলি করে সেনাসদস্যরা। এতে তিন হামলাকারিই নিহত হয়। ওই কর্মকর্তা জানান, হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। আশপাশের গ্রামগুলোতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোরে হামলাকারীরা সেনা ক্যাম্পের দুইটি ‘সেন্ট্রি পোস্ট’কে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পাল্টা গুলি চালায় সেনা সদস্যরা। প্রায় আধাঘণ্টা ধরে চলা এ বন্দুকযুদ্ধে দুই হামলাকারী নিহত হয়। এনডিটিভি

Comments (0)
Add Comment