কিংস ইলেভেনের জয়


স্পোর্টস ডেস্ক:
নিজেদের মাঠে হোবার্ট হ্যারিকেনসকে ৫ উইকেটে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব। অস্ট্রেলিয়ান ঘরোয়া লিগ বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেনসের দেয়া ১৪৫ রানের লক্ষ্যে সহজেই ১৪ বল বাকী থাকতেই পৌঁছে যায় প্রীতি জিনতার দল। বৃহস্পতিবার রাতের ম্যাচে পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন মাঠে টসে হেরে ব্যাটিং নেওয়া হ্যারিকেন নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। ১৪৫ রানের জবাবে খেলতে নেমে ৫ উইকেট হারিযে জয় নিশ্চিত করে কিংস ইলেভেন পাঞ্জাব। যদিও শুরুতে ধাক্কা খেয়েছিল তারা। রানের খাতা খোলার আগেই শেওয়াগ সাজঘরে ফেরেন। মাঝে গ্রেন ম্যাক্সওয়েলের ব্যাটিং তান্ডবে ম্যাচে ফেরে কিংসরা। ম্যাক্সওয়েল ৪ চার ও ২ ছয়ে ২৫ বলে ৪৩ রান করেন। ম্যাক্সওয়েল আউট হলে জর্জ বেইলি ও থিসারা পেরেরা জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন। জর্জ বেইলি ৩৪ ও পেরেরা ৩৫ রানে অপরাজিত থাকেন। হোর্বাট হ্যারিকেনসের বোলারদের মধ্যে ডগ বোলিঙ্গার সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন। এর আগে হোবার্ট হ্যারিকেনস ১৪৪ রান সংগ্রহ করে। ওপেনার টিম পেইন ১১ রান প্যাটেলের বলে সাজঘরে যখন ফেরেন দলীয় রান তখন ১৫। দ্বিতীয় উইকেট জুটিতে অ্যাডেন বেলজার্ড ও বেন ডা›‹ ২ জন মিলে ২৮ রানের জুটি গড়েন। অ্যাডেন ২৭ ও ডা›‹ ২৬ রান করেন। শোয়েব মালিক ১৪ রানে আউট হলে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে হোবার্ট। শেষের দিকে টার্ভিস ব্রিট (২৮) ও জনাথন ওয়েলস (২৮) রানে জয় ১৪৪ স্কোর অতিক্রম করে অস্ট্রেলিয়ার এই দলটি। পাঞ্জাবের হয়ে পেরেরা সর্বোচ্চ ২টি উইকেট নেন।

Comments (0)
Add Comment