কিটস অ্যান্ড নেভিসের মুখোমুখি মুশফিক, নাসির


স্পোর্টস ডেস্ক:ওয়ানডে সিরিজে হারের পর তিন দিনের প্রস্তুতি ম্যাচে শনিবার সেইন্ট কিটস অ্যান্ড নেভিসের মুখোমুখি হয় বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচে মুশফিক ও নাসিরের ব্যাটে রানের দেখা মিলেছে। তাদের অপরাজিত ১৪৪ রানের জুটির সৌজন্যেই ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। কিন্তু ব্যাটসম্যানরা মুশফিকের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে একের পর এক আউট হতে থাকেন। এক সময় বাংলাদেশের ইনিংস গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ৯২ রান। শামসুর রহমান (১০), তামিম (২০), মুমিনুল (১০) ও ইমরুল কায়েস ৪৪ রানে আউট হন। এরপর শুভাগত হোমকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু দলকে ১৩৮ রানের বেশি এনে নিতে পারেননি। ব্যক্তিগত ২৭ রানে মাহমুদুল্লাহ সাজঘরে ফেরেন। এরপর শুভাগতকে নিয়ে হাল ধরেন মুশফিক। দলকে টেনে নেন ১৮৬ রান পর্যন্ত। মুশফিকের সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৪৮ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন শুভাগত হোম। এরপর মুশফিক আর নাসির মিলে দলের হাল ধরেন। তারা দুজন অপরাজিত ১৪৪ রানের জুটি গড়ে ৬ উইকেটে ৩৩০ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেন। মুশফিকুর রহিম ৮২ ও নাসির হোসেন ৭৮ রানে অপরাজিত আছেন। মুশফিকের ৮২ রানের ইনিংসে ৫টা চার ও ৩টা ছক্কার মার রয়েছে। আর ৬টা চার ও ২টা ছক্কা মেরে ৭৮ রান করেন নাসির। বাংলাদেশ সময় আজ রাতে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন মুশফিক ও নাসির।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : প্রথম ইনিংস ৩৩০/৬ (মুশফিক ৮২*, নাসির ৭৮*)

 

Comments (0)
Add Comment