জেতার শুভেচ্ছা নয়, গত ১০ জানুয়ারির দিল্লি বিধানসভার ফল বদলে দিয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার কিরন বেদির জীবন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তো বটেই একই সঙ্গে নানান দিক থেকে ভেসে এসেছে নানান মন্তব্য। বাদ থাকলেন না দুর্নীতি বিরোধী লড়াইয়ের নেতা আন্না হাজারে। বুধবার সংবাদ মাধ্যমের কাছে আন্না হাজারে দাবি করলেন, “কিরন বেদিকে বিজেপি বলির পাঠা করেছে।” দিল্লির ফল ও তাতে কিরন বেদির জড়িয়ে পড়া নিয়ে আন্নাকে জিজ্ঞাসা করা হলে তিনি এ কথা বলেন। দিল্লি নির্বাচনের কিছুদিন আগেই কিরনের বিজেপিতে যোগদান বিষয়ে কেজরিওয়াল থেকে কুমার বিশ্বাস প্রত্যেকে মন্তব্য করেছিলেন। কেউ বলেছিলেন আপনি এটা কি করলেন দিদি? কেউ বা বলেছিলেন কিরনের বহুদিনের বিজেপি প্রীতি। তবে বাকি ছিল দুর্নীতি বিরোধী লড়াইয়ের প্রাক্তন সঙ্গী আন্না হাজারের মন্তব্য। এদিন পূর্ণ হলো তাও।