কিশোরগঞ্জ মহিলা আওয়ামীলীগের মানববন্ধন

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ), কিশোরগঞ্জ প্রতিনিধি,

কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যেগে আজ বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দেশব্যাপী জামাত বি.এন.পি পেট্রোল বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে দিলারা বেগম আছমা এম.পি’র সভাপতিতে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট জিল্লুর রহমান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, অধ্যক্ষ গোলসান আরা বেগম , সুলতানা রাজিয়া, সেলিনা আক্তার, ডা. রুবি ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বি.এন.পি দেশব্যাপী পেট্রোল বোমা হামলা করে, শিশু, নারী-পুরুষ নির্বিকারে হত্যা করছে। বেগম খালেদা জিয়া দেশ থেকে আলাদা। সরকার অবশ্যই তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেবে। মানববন্ধন চলাকালীন সভায় সঞ্চালনায় ছিলেন নারীনেত্রী বিলকিস বেগম।

Comments (0)
Add Comment