কিসের অভিষিক্ত জনসন!


স্পোর্টস ডেস্ক:
গতকাল শনিবার সেন্ট লুসিয়ার গ্রস ইসলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে ক্যারিবীয় ওপেনার লিওন জনসনের। যখন ম্যাচটির প্রথম দিনে ব্যাট হাতে যথেষ্ঠ আলো ছড়িয়েছেন জর্জটাউনের ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। জনসন ক্যারিয়ারের প্রথম ইনিংসে আউট হওয়ার আগে খেলেছেন ৬৬ রানের আÍবিশ্বাসী এক ইনিংস। ২২৭ মিনিট উইকেটে থেকে ১৬২ বল মোকাবেলার পর তাইজুল ইসলামের স্পিন ফাঁদে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। সেই হিসেবে অভিষিক্ত এই ব্যাটসম্যানের প্রাপ্তিযোগটা একেবারে কম নয়? কিন্তু বাংলাদেশের বিপক্ষে অভিষেকে সেঞ্চুরি না পাওয়ায় জনসন নাকি হতাশ! তাহলে একবার ভাবুন বিষয়টা। শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জনসন বলেন, ‘আরো ভালো কিছু হতে পারতো। আমি আরো ভালো একটি স্কোর পেতে পারতাম। এজন্য রিভিউ ব্যবহার করা উচিত ছিল আমার। কিন্তু আমি আসলে বিষয়টি নিয়ে দ্বিধানীত ছিলাম। আমার পার্টনারও (কার্ক এডওয়ার্ডস) তাই। আসলে দলের একটি রিভিউ নষ্ট করতে চাইনি। কিন্তু সেটি গ্রহণ করলে আমি একটি সেঞ্চুরি পেতে পারতাম। তবে পরেরবার আর একই ভুল করবো না আমি।’

Comments (0)
Add Comment