কুমিল্লার দক্ষিণে শেখ রাসেল স্মৃতি সংসদ ক্লাবের উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের গাবতলী এলাকায় শেখ রাসেল স্মৃতি সংসদ ক্লাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ মার্চ শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্জ গোলাম সরওয়ার, উপজেলা চেয়ারম্যান কুমিল্লা সদর দক্ষিণ। শেখ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার লালমাই ডিগ্রি কলেজ, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা হোসেন বাচ্চু, সাবেক ভিপি কুমিল্লা সরকারি কলেজ, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রহিম, ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক আসলাম, সাত নং ওয়ার্ড সেক্রেটারি মো. সাদেক, পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রলীগের সভাপতি, মো. সোহাগ আলী, বিজয়পুর ইউনিয়নে ছাত্রলীগের যুুগ্ম আহ্বায়ক, এস এম সোয়েব কিবরিয়া, আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো. শেখ রশিদ, সহ-সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক আব্দুছ ছাদেক, দপ্তর সম্পাদক আব্দুল হালিম, প্রচার সম্পাদক নান্টু সরকার, কোক্ষাধক্ষ আব্দুল মতিন, ক্রীড়া সম্পাদক, আলেক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. সুমন প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায়ে হেযবুত তওহীদের উদ্যোগে ‘ধর্মবিশ^াস এক বৃহৎ সমস্যার সহজ সমাধান’, ‘ধর্মব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতির ইতিবৃত্ত’ শীর্ষক দুইটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে হেযবুত তওহীদের পক্ষে উপস্থিত ছিলেন মো. ওমর ফারুক, মো. মিজানুর রহমান, মো. ইমন, মো. শামীম।

Comments (0)
Add Comment