কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোখলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বোয়ারা বাজার ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে দুটি রাইফেল, গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি পাওয়া গেছে বলে জানান তিনি। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।
স্থানীয়রা জানায়, ওই দুই বিএসএফ সদস্য মনির নামে এক গরু ব্যবসায়ীকে ধাওয়া করে কুমিল্লার বলারডেফা গ্রামে প্রবেশ করে। মনিরকে না পেয়ে তারা মোস্তফা নামে এক ব্যক্তিকে ধরে রাইফেলের বাট দিয়ে মাথায় আঘাত করে। এ সময় মোস্তফার চিৎকারে গ্রামবাসী এক হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করে আটক করে বোয়ারা বাজার বিজিবি ক্যাম্পে সোপর্দ করে।
বাংলাদেশেরপত্র/এডি/আর