কুমিল্লায় দুই বিএসএফ সদস্যকে ধাওয়া করে আটক

কুমিল্লার স্থানীয় জনতা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্যকে অস্ত্রসহ আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করেছে। মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বোয়ারা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি রাইফেল, গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি পাওয়া যায়।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোখলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বোয়ারা বাজার ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে দুটি রাইফেল, গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি পাওয়া গেছে বলে জানান তিনি। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।

স্থানীয়রা জানায়, ওই দুই বিএসএফ সদস্য মনির নামে এক গরু ব্যবসায়ীকে ধাওয়া করে কুমিল্লার বলারডেফা গ্রামে প্রবেশ করে। মনিরকে না পেয়ে তারা মোস্তফা নামে এক ব্যক্তিকে ধরে রাইফেলের বাট দিয়ে মাথায় আঘাত করে। এ সময় মোস্তফার চিৎকারে গ্রামবাসী এক হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করে আটক করে বোয়ারা বাজার বিজিবি ক্যাম্পে সোপর্দ করে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment