সভার প্রধান অতিথি চেয়ারম্যান মো. মামুনুর রশীদ মামুন তার বক্তব্যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হেযবুত তওহীদের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও সম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে হেযবুত তওহীদ আন্দোলনের জনসচেতনতামূলক কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড মেম্বার মো. আলী হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার মো. তোফায়েল আহম্মেদ, ৬নং ওয়ার্ড মেম্বার মো. তাজুল ইসলাম, ৭নং ওয়ার্ড মেম্বার মো. রুহুল আমিন (রুপা মিয়া), ৯নং ওয়ার্ড মেম্বার মো. মোতাহার হোসেন, ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মেম্বার মোসা. জামিলা আক্তার লিপন, ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মেম্বার মোসা. মমতাজ, ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মেম্বার মোসা. জেসমিন আক্তার, হেযবুত তওহীদের সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. মনজুরুল ইসলাম, ফয়সাল কবির প্রমুখ। অনুষ্ঠানে হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম প্রদত্ত ভাষণ সংবলিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।