কুড়িগ্রামের উলিপুরে বিকাশ এজেন্টের ২ লক্ষাধিক টাকা ছিনতাই

 

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে এক বিকাশ এজেন্টের ২ লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দূর্বৃত্ত্বরা। রোববার রাত ৯ টার দিকে উলিপুর-নাজিমখাঁন রোডের জামতলা নামকস্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার দলদলিয়া বাজারের বিকাশ এজেন্ট সোলেমান সন্ধা ৭ টার দিকে উলিপুর বিকাশ এজেন্টের কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার এবং এক আত্মীয় বাসা থেকে ১ লাখ টাকা নিয়ে মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন। যাবার পথে উলিপুর-নাজিমখাঁন রোডের মহেশের দোকানের অদুরে জামতলা নামকস্থানে পৌঁছিলে পিছন থেকে গিয়ে দূর্বৃত্ত্বদের একটি মোটর সাইকেল তার গতিরোধ করে। সে কোন কিছু বুঝে উঠার আগেই দুই দূর্বৃত্ত্ব অস্ত্র ঠেকিয়ে ব্যাগ ভর্তি টাকা ও মোটর সাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Comments (0)
Add Comment