কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
গত কাল শুক্রবার ভুরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত নাজমা খাতুন (১৯) ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের স্ত্রী ও মিনহাজ আলীর কন্যা।
নিহত নাজমা খাতুনের পিতা মিনহাজ আলী জানান, জাহাঙ্গীর আলী দীর্ঘদিন থেকে নানা অজুহাতে তার মেয়েকে মারধর করত। তিনি দাবি করেন তার মেয়েকে পিটিয়ে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী নাজমা খাতুন (১৯) কে মুমূর্ষু অবস্থায় ভুরুঙ্গামারী হাসপাতালে আনার পথে মারা যায়। এ ঘটনায় নাজমার পিতা মিনহাজ আলী গত কাল শুক্রবার ভুরুঙ্গামারী থানায় হত্যার অভিযোগ এনে মামলা করে। এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীর আলমকে আটক করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম জানান, সুরতহাল রিপোর্টে মেয়েটির ঠোঁট ফাটা এবং বাম চোয়াল ফোলা পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।