হেযবুত তওহীদ সদস্য মোঃ জামাল হোসেন সোহাগের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদেও জঙ্গিবাদ বিরোধী কাযক্রমের ওপর বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় আমীর মোঃ আশেক মাহমুদ। তিনি দেশের এই পরিস্থিতিতে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে জানান। দেশের এই সংকট এবং সাম্প্রদায়ীক দাঙ্গা নিরসনে মানব জাতির সামনে একটি সঠিক আদর্শ তুলে ধরতে হবে। সেই আদর্শ নিয়েই এগিয়ে এসেছে হেযবুত তওহীদ। আমরা বিশ্বাস করি মানুষের সামনে এই আদর্শটি যদি তুলে ধরা যায় তাহলে মানুষ সঠিক পথ পাবে এবং মানুষকে যদি সত্য ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করা যায় তবে এসব অন্যায় অশান্তি দূর হবে।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কুড়িগ্রাম জেলা আমির মোঃ কছিম উদ্দীন, কুড়িগ্রাম হোমিও প্যাথিক কলেজ ও হাসপাতালের ডাক্তার ও নিরাপদ সড়ক চাই এর রাজারহাট উপজেলার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রফিক, দৈনিক বজ্রশক্তির ও জে.টি.ভি অনলাইনের রংপুর বিভাগীয় ব্যূরো প্রধান মোঃ আমিরুল ইসলাম, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের জেলা প্রতিনিধি মো. শাহ আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ ও বিভিন্ন স্তর থেকে আগত হেযবুত তওহীদের শুভাকাঙ্খীগণ।