ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও সীমান্ত দূর্ঘটনা প্রতিরোধে বিজিবি’র উদ্যোগে গণ-সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সীমান্তবর্তী নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে চেয়ারম্যান মুসাব্বের আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল জাকির হোসেন। এসময় শিক্ষক গোলাম মোস্তফা, শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার সহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ওসি বজলুর রশিদ, ইউএনও নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা চেয়ারম্যান নজির হোসেন বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, গত শুক্রবার ভোরে উপজেলার খলিশাকোটাল সীমান্তের ৯৩৪ নং মেইন পিলারের ৭নং সাব পিলারের পাশে বিএসএফের গুলিতে শ্যামল চন্দ্র (৩৮) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হন। এ কারনে কুড়িগ্রাম-৪৫ বিজিবি সীমান্তবাসীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে।